সুতপা বন্দ্যোপাধ্যায়
সুতপা বন্দ্যোপাধ্যায় নামটির সঙ্গে আবৃত্তির সম্পর্ক দীর্ঘদিনের। কবিতার সঙ্গে পরিচয় সেই ছেলেবেলায়। তারপর সময়ের হাত ধরে কলকাতা দূরদর্শনের সঙ্গে যুক্ত হওয়া। প্রথমে ঘোষিকা, পরে সংবাদ পাঠিকা। তবে তাঁর ভালোবাসা, তাঁর নেশা, এবং পেশা কবিতা। ।আবৃত্তির কবিতা তাঁর প্রথম বই।