Filters

তৌফিকুর রহমান

 তৌফিকুর রহমান  / ----- (----------)

তৌফিকুর রহমান এর জন্ম ঢাকায় ১৯৭১ সালের মার্চ মাসে। ঢাকা স্কুল জীবনেই কবিতা আর ছোটগল্প লেখায় হাতেখড়ি।। মানুষের মনোজগৎ ও আধিভৌতিক বিষয়গুলো তাকে বিশেষভাবে আকর্ষণ করে আর তাই তার লেখার মূল প্রতিপাদ্য অপার্থিব রোমাঞ্চ গল্প। রূপার মাদুলি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। গল্প ছাড়াও তিনি কবিতা এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে পেশা সম্পর্কিত নিবন্ধ লিখে থাকেন। তৌফিকুর রহমান একজন সফল প্রফেশনাল ট্রেইনার। তিনি বিক্রয়, বাজারজাতকরণ, লিডারশিপ, ব্যবসা পরিচালনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ১০০ টির বেশি প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম পরিচালন করেছেন। তিনি বর্তমানে ‘টিম গ্রুপ’ নামক দেশিয় শিল্পগোষ্ঠিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।


Books by the Author