Filters

রহিত বসু

রহিত বসু / Rahit Basu (Rahit Basu)

বিজ্ঞানের ছাত্র রোহিত বসু সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে সাংবাদিকতায় যোগদান করেন। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। সাংবাদিকতা জীবনে আনন্দবাজার পত্রিকা, একদিন, তারা নিউজ়, খাস খবরের মতো প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর সান্নিধ্যে বেড়ে উঠেছেন অসংখ্য প্রতিশ্রুতিবান সাংবাদিক।


Books by the Author