A. J. Arberry
আর্থার জন আরবেরি ১৯০৫ সালের ১২ই মে ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন। আরবি, ফার্সি ও ইসলামি গবেষণার একজন পণ্ডিত ছিলেন তিনি। পোর্টসমাউথ গ্রামার স্কুল ও পোমব্রোক কলেজ ও কেমব্রিজে পড়াশোনা করেন। ১৯৬৯ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : The Koran Interpreted, Sufism, an account of the mystics of Islam, Discourses of Rumi, Classical Persian Literature, সুফিতত্ত্ব ইত্যাদি।