True
Author image

ফিরোজ আহমেদ ইকবাল

ফিরোজ আহমেদ ইকবালের জন্ম রংপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মা ফিরোজা বেগম বকুল এবং বাবা এম এ মোকসেদের দুসন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। কিশোর বয়স থেকেই ছড়া, কবিতা, গান, ছোটগল্প রচনার চেষ্টা ছিল নিরন্তর। রংপুর থেকে স্কুলশিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা গ্রহণের জন্য চলে আসেন রাজধানী ঢাকায়। শিক্ষা : ব্যাচেলর অব মিউজিক (অনার্স), বিএড, এমএ (বাংলা), এসএমইউসিটি। মাস্টার অব এডুকেশন (শিক্ষা প্রশাসন), ঢাবি। এমফিল, ইবি। বেতারে অনুষ্ঠান ঘোষণা করার সুবাদে ১৯৯৪ খ্রিষ্টাব্দের শেষের দিকে পরিচিত হন চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচয়িতা, নাট্যকার ও নাট্য পরিচালক এবং ঢাকা বেতারের তৎকালীন প্রধান অনুষ্ঠান ঘোষক আলী হাসান খানের সঙ্গে। তাঁরই আন্তরিক সহযোগিতায় চিত্র পরিচালক দিলীপ সোমের সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করেন। বেতারে অনুষ্ঠান উপস্থাপনা, বিদেশি ছায়াছবি ও ধারাবাহিকের বাংলা ডাবিং, মঞ্চ-বেতার-টেলিভিশন নাটকে অভিনয় এবং চলচ্চিত্রে কাজ করে চলছিলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।
Filters
x
ক্যাটাগরি