True
Author image

Nikolai Ostrovsky

নিকোলাই আলেক্সিভিচ অস্ত্রয়ভস্কি সমাজতান্ত্রিক যুগের লেখক। তিনি ১৯০৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের অস্ট্রস শহরের ভিলিয়া গ্রামে একটি শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়স পর্যন্ত সেখানেই স্কুলে যান এবং ১৯১৪ সালে তার পরিবার সমেত রেল স্থাপনার শহর শেপিতিভকায় চলে যান যেখানে তিনি রেলওয়েতে কাজ করা শুরু করেন। ১৯১৭ সালে মাত্র তেরো বছর বয়সে তিনি বলশেভিক পার্টির সদস্য হন। সেই সময়ই তিনি একটি মারাত্মক রোগে আক্রান্ত হন যা তাকে পরবর্তীতে কিছুদিনের মধ্যেই অন্ধ এবং সয্যাশায়ী করে দেয়। ১৯১৮ সালের যুদ্ধে অনেকবার আহত হওয়ায় তিনি মারাত্মক ভাবে অসুস্থ হন। ১৯২৯ সালের দিকে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারান। তা সত্ত্বেও ১৯৩০ সালের দিকে জীবনের প্রথন উপন্যাস How the Steel Was Tempered লিখা শুরু করেন। এই উপন্যাসের জন্য ১৯৩৫ সালে অর্ডার অফ লেনিন সম্মাননায় ভূষিত হন। ১৯৩৬ সালের ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : How the Steel Was Tempered, ইস্পাত
Filters
x
ক্যাটাগরি
ইস্পাত

Nikolai Ostrovsky

৳ 450.00 ৳ 360.00 360.0 BDT