True
Author image

অমিয় চক্রবর্তী

অমীয় চক্রবর্তী ১৯০১ সালের ১০ এপ্রিল বর্তমান পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। পিতা দ্বিজেশচন্দ্র চক্রবর্তী মাতা অনিন্দিতা দেবী। কলকাতার হেয়ার স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর হাজারিবাগে আইরিশ মিশনের সেন্ট কোলাম্বাস কলেজ থেকে আই.এ. পাস করেন। একই কলেজ থেকে ১৯২১ সালে ইংরেজি সাহিত্য, দর্শন, বটানিতে বি.এ. ডিগ্রি লাভ করেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. ডিগ্রী লাভ করেন ১৯২৬ সালে। তিনি বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেলিয়ল কলেজের ছাত্র হিসেবে ১৯৩৪-৩৭ পর্যন্ত অধ্যয়ন করেন এবং কবি টমাস হার্ডির কাব্য নিয়ে গবেষণার জন্য ডি. ফিল. লাভ করেন ১৯৩৭-সালে। ১৯২৬ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অমিয় চক্রবর্তী ১৯৪৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত হাওয়ার্ড, বস্টন প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। তিনি ১৯৬০ সালে চলো যাই গদ্যগ্রন্থের জন্য লাভ করেন ইউনেস্কো পুরস্কার, ১৯৭০ সালে পদ্মভূষণ পদক লাভ করেন, ১৯৬৪ সালে ঘরে ফেরার দিন কাব্যগ্রন্থের জন্য লাভ করেন সাহিত্য অকাদেমি পুরস্কার। তিনি ১২ই জুন, ১৯৮৬ সালে শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থসমূহ : কবিতাবলী, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, দূরবাণী, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী, অনিঃশেষ, চলো যাই ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি