True
Author image

শাহজাহান কিবরিয়া

বাংলাদেশের শিশুসাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক বর্ণিল চরিত্র শাহ্‌জাহান কিবরিয়া। তিনি আজীবন শিশুদের নিয়ে ভেবেছেন, কাজ করেছেন অক্লান্ত, শিশুদের জীবনমানকে উন্নত করার স্বপ্ন দেখেছেন নিরন্তর। এর পাশাপাশি লিখে গেছেন অবিরল ধারায়। ছোটদের জন্য মৌলিক গল্প-উপন্যাস যেমন লিখেছেন, তেমনি বিদেশি ভাষা থেকে চিরায়ত সাহিত্য অনুবাদ করেছেন অসামান্য নিষ্ঠায়। শাহ্‌জাহান কিবরিয়া (Shahjahan Kibria) তাঁর লেখক নাম, পোশাকি নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরশু করলেও তিনি মনেপ্রাণে ছিলেন একজন শিশু-দরদি মানুষ, বাংলাদেশ শিশু একাডেমির দীর্ঘকালের পরিচালক। এক যুগেরও অধিক সময় শিশু একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। এই দীর্ঘ সময়ে শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা গভীর প্রভাব ফেলেছে তাঁর সাহিত্য-জীবনে। শিশুমনস্তত্ত্বের নানা রহস্যময় দিক তিনি এ সময় যেমন প্রত্যক্ষভাবে নিরীক্ষণ করেছেন, তেমনি খুব কাছ থেকে দেখেছেন অভিভাবকদের মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক ও পরিণামহীন আচার-আচরণ। এসবই হয়ে উঠেছে তাঁর লেখালেখির বিষয়-অনুষঙ্গ। সহজ-সরল সাহিত্য উপাদান ও শাণিত নির্মাণ শৈলী তাঁর রচনার প্রাণ। গল্পরসের সঙ্গে তিনি প্রায় সব রচনায় ঘটিয়েছেন শিশু অধিকারের মূল চেতনার মেলবন্ধন। তাঁর সুজন আজও ভোলেনি (১৯৯০), প্রমা ও মুক্তিযোদ্ধা (২০০০), একটি কলমের জন্য (২০০৬), মনীষার বিড়াল ছানা (২০০১) ইত্যাদি গল্পগ্রন্থ এই বক্তব্যের পক্ষেই সাক্ষ্য দেয়।
Filters
x
ক্যাটাগরি