True

 

এক জীবন : স্বাধীনতার সূর্যোদয় (প্রথম পর্ব)
রাশেদ খান মেনন

 

বাতিঘর প্রকাশিতব্য রাশেদ খান মেননের বই 'এক জীবন : স্বাধীনতার সূর্যোদয় (প্রথম পর্ব)'

বাংলাদেশের রাজনীতিতে রাশেদ খান মেনন একটি গুরুত্বপূর্ণ নাম। এ বই তাঁর আত্মজীবনী; একই সঙ্গে ভাষা আন্দোলন, ষাটের দশকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল আর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলির আলেখ্য। অবধারিতভাবে আছেন মওলানা ভাসানী, বঙ্গবন্ধুসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র। নিজের জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে জাতীয়তাবাদীদের ভূমিকার পাশাপাশি বামপন্থীদের ভূমিকার কথা, কিছু সময় যে ভূমিকা ছিল অগ্রগামী। বামপন্থীদের বিভেদ-বিচ্ছিন্নতার কথা লিখেছেন, তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে তাদের গৌরবময় অংশগ্রহণের কাহিনিও। 

Clarico-Text-Image

 

রাশেদ খান মেননের আত্মজীবনী 'এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়' বইটির প্রথম খন্ড প্রকাশিত