Filters


আরাফাত শাহরিয়ার

আরাফাত শাহরিয়ার / Arafat Shahriar (Arafat Shahriar)

শিশুসাহিত্যিক, ‘ইনফোপিডিয়া’ সম্পাদক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক লেখক আরাফাত শাহরিয়ার। জন্ম ৩০ জুন, জামালপুরের সরিষাবাড়ীতে। বাবা আলহাজ্ব এম. এ. কুদ্দুস সরকার ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা ‘রত্নগর্ভা’ পুরস্কারপ্রাপ্ত আমিনা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে। শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘কালের কণ্ঠে’ কাজ করেছেন দীর্ঘকাল। কাজের মূল ক্ষেত্র শিক্ষা ও ক্যারিয়ার। ‘প্রথম আলো’, ‘সমকাল’, ‘যুগান্তর’, ‘কালের কণ্ঠ’, ‘ইত্তেফাক’, ‘আমাদের সময়’, ‘জনকণ্ঠ’, ‘ভোরের কাগজ’সহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প, নিবন্ধ ও ফিচার লিখছেন। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় প্রকাশিত হয় আরাফাত শাহরিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রকাশ করে তাঁর শিক্ষা, ক্যারিয়ার ও কর্মক্ষেত্র বিষয়ক বই ‘নিজেই গডুন নিজের ক্যারিয়ার’ (২০০৮), ‘চাকরিই আপনাকে খুঁজবে’ (২০১২), ‘ওপরে ওঠার সিঁড়ি’ (২০১৪) ও ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’ (২০১৮)। ২০১৯ সালে ‘বেহুলাবাংলা’ প্রকাশ করে তাঁর শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পঞ্চম বই ‘কোন চাকরির কেমন প্রস্তুতি’।