Filters


Eduardo Galeano

Eduardo Galeano / এদুয়ার্দো গালিয়ানো (Eduardo Galeano)

দক্ষিণ আমেরিকার একজন শক্তিশালী লেখক, সাংবাদিক ও বিপ্লবী। ১৯৪০ সালে উরুগুয়েতে তাঁর জন্ম, মারা যান ২০১৫ সালে। ফুটবলকে এই লেখক দেখতেন ইতিহাস, রাজনীতি আর মানবিক আবেগের সর্বোচ্চ প্রকাশ হিসেবে। একাধারে ইতিহাসসচেতন ও রোমান্টিক এই লেখকের লিখনশৈলী অত্যন্ত কাব্যময়। বিভিন্ন সময় লাতিন আমেরিকার স্বৈরশাসকদের চক্ষুশূল হয়ে ওঠা গালিয়ানো তাঁর সকার ইন সান অ্যান্ড শ্যাডো বইটি ছাড়াও ওপেন ভেইন্স অব লাতিন আমেরিকার জন্যও বিখ্যাত।