Filters


হায়দার আনোয়ার খান জুনো

হায়দার আনোয়ার খান জুনো একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা, অপরদিকে সাংস্কৃতিক সংগঠক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প লেখক। হায়দার আনোয়ার খান জুনোর জন্ম কোলকাতায়, ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর। তার পৈতৃক বাড়ি নড়াইল জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাশ করেন। তবে স্কুল জীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন বাম রাজনীতির চীনপন্থী শিবিরে। পাকিস্তান আমলে ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণ করেন তিনি। ১৯৭০ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়ন গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পান। মুক্তিযুদ্ধের সময় গেরিলা দলে ছিলেন হায়দার আনোয়ার। তিনি বোমা তৈরির কাজ করতেন। প্রতিরোধ যুদ্ধেও অংশ নেন এই গেরিলা। কোন কোন যুদ্ধে তাঁর ভুমিকা এখনও ঐ অঞ্চলে কিংবদন্তী হয়ে আছে। হায়দার আনোয়ার খান জুনো রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রগতিশীল গণমুখী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারেও আগ্রহী ছিলেন। ২০২০ সালের ২৯ অক্টোবর তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


Books by the Author

350.00 ৳ 280.00 ৳ 280.0 BDT
180.00 ৳ 144.00 ৳ 144.0 BDT