Filters


রওশন আরা খানম

রওশন আরা খানম / Rowshon Ara Khanom (52968198160365+6)

রওশন আরা খানম ১৯২৯ সালে কিশোরগঞ্জ জেলার জাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। পিতা মৌলভি মো. আবদুস সালাম ও মা মোছা. ফাছিহা খানম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। সমাজসেবা ও পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শহীদ বীরমুক্তিযুদ্ধা বদিউল আলম বীর বিক্রমের মা। তিনি ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থসমূহ : শহীদ বদি ও আমার স্মৃতিতে একাত্তর, কাকের জন্য ভালোবাসা, গোলাপ সূর্য্যমুখীর গল্প ইত্যাদি।